Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ

ফরিদপুর উপজেলা পরিষদের পূর্বপাশে অবস্থিত বানওয়ারীনগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউআরসি,ফরিদপুর কার্যালয়ের অবস্থান। রিকসা বা মটরভ্যানযোগে ইউআরসিতে  আসা যায়। পাবনা শহর থেকে ৫0 কিলোমিটার দুরে এটির অবস্থান।


ঢাকা থেকে বাস যোগে সরাসরি  আসা যায়, আবার পাবনা ভায়া হয়ে আসা যায়। বাসে কল্যানপুর/টেকনিক্যাল/গাবতলী থেকে উঠতে হয় । ভোর ৭ টা থেকে রাত  ৯ টা পর্যন্ত বাস পাওয়া যায় । সবগুলো গাড়ি পাবনা যায় । পাবনাএক্সপ্রেস, শাহজাদপুর ট্র্যাভেলস, আলহামরা, শ্যামলী পরিবহন ইত্যাদি গাড়িগুলো বেশ ভাল । এর ম্ধ্য শাহজাদপুর ট্র্যাভেলস এ সরাসরি আসা যায়। ঢাকা থেকে আসার সময় টাঙ্গাইলের এলেঙ্গায় অথবা সিরাজগঞ্জের হাটিকুমরুলের ফুডভিলেজ/এরিষ্টোক্রেট হোটেলে ২০ মিনিটের যাত্রাবিরতি দেয় । ঢাকা থেকে দুরত্ব ২৬০ কিঃমি। সময় লাগে ০৪ থেকে ০৫ ঘন্টা।