ঢাকা থেকে বাস যোগে সরাসরি আসা যায়, আবার পাবনা ভায়া হয়ে আসা যায়। বাসে কল্যানপুর/টেকনিক্যাল/গাবতলী থেকে উঠতে হয় । ভোর ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত বাস পাওয়া যায় । সবগুলো গাড়ি পাবনা যায় । পাবনাএক্সপ্রেস, শাহজাদপুর ট্র্যাভেলস, আলহামরা, শ্যামলী পরিবহন ইত্যাদি গাড়িগুলো বেশ ভাল । এর ম্ধ্য শাহজাদপুর ট্র্যাভেলস এ সরাসরি আসা যায়। ঢাকা থেকে আসার সময় টাঙ্গাইলের এলেঙ্গায় অথবা সিরাজগঞ্জের হাটিকুমরুলের ফুডভিলেজ/এরিষ্টোক্রেট হোটেলে ২০ মিনিটের যাত্রাবিরতি দেয় । ঢাকা থেকে দুরত্ব ২৬০ কিঃমি। সময় লাগে ০৪ থেকে ০৫ ঘন্টা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS